চাঁপাইনবাবঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শশুড় আটক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশা পুলপাড়া গ্রামে স্বামীগৃহে বিয়ের ১০ মাসের মাথায় মিলি বেগম (২০) নামের গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এদিকে মামলার পর গোয়েন্দা পুলিশসহ পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে মঙ্গলবার মিলির স্বামী ও শশুড়কে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে মিলির স্বামী জহুরুল ইসলাম (২৫) তার বাড়িতে লাঠি দিয়ে আঘাত করলে মিলি ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় জহুরুল ইসলাম ও তার পিতা খাইরুল ইসলামের বিরুদ্ধে মিলির মা ৩ জনকে আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতণ দমন আইনের ১১(ক)/৩০ ধারায় (যৌতুকের দাবিতে হত্যা) রাতেই মামলা দায়ের করেন
ওসি জানায়, মিলির শশুড় খাইরুলকে সোমবার রাতে এবং স্বামী জহুরুলকে মঙ্গলবার ভোরে গোদাগাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
দুপুরে তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০২-২১