চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা ক্রয় ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা ক্রয় ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে ক্রয় ও বিক্রয় কেন্দ্রর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক  একেএম তাজকির উজ জামান।
উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আমিমুল এহসান, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সংরক্ষিত মহিলা ওর্য়াড কাউন্সিলর মুসলেমা বেগম মুসি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আকতার, মাছের পোনা ক্রয় ও বিক্রয় কেন্দ্রর সভাপতি ফরমান আলি ও সাধারণ সম্পাদক এনায়েত আলি। চাঁপাইনবাবগঞ্জ জেলার মাছ চাষীদের সুবিধার্থে এবং জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মাছের পোনা ক্রয় ও বিক্রয় কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন জেলা শহরের একদল তরুণ উদ্যোক্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-২১