গোবরাতলায় জলাবদ্ধতা দূর করতে খাল খননের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বিলগাহ ও বিলসিংড়ি এলাকায় জলাবদ্ধতা দূর করার লক্ষে খাল খনন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গোবরাতলার ঝাকমহনীতে খাল খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।
গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, গোবরাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাসেম আলী ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিক আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গোবরাতলার বিলগাহ থেকে ঝাকমহনী পর্যন্ত খাল খনন কাজ শেষ হলে ৭ শ বিঘা ফসলি জমির জলাবদ্ধতা দূর হবে এবং প্রায় ৩ হাজার বিঘা ফসলি জমি আবাদের আওতায় আসবে। এরফলে এ অঞ্চলের কৃষিতে অনেক পরিবর্তন আসবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-২১