শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২জন আটক
চাঁপাইনবাগঞ্জে শিবগঞ্জ উপজেলার মাস্তান বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপী গ্রামের জেন্টু আলীর ছেলে রাহাত আলী (১৮) ও একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে একরামুল হক (২৭)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মাস্তান বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩শ’ ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রাহাত আলী ও একরামলু হক কে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-২০