চাঁপাইনবাবগঞ্জে ৪দিনব্যাপী গার্ল গাইডস কর্মশালার উদ্বোধন

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জে ৪দিনব্যাপি গার্ল গাইডস কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীণ ভিউ স্কুল মিলনায়তনের কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ গার্ল গাইডস’র চিফ পেট্রোন সেলিনা জামান, জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার গৌরি চন্দ সিতু, সাধারণ সম্পাদক ও গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহম্মেদ, সদর উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার কবিতা চন্দ ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম।
চার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন গার্ল গাইডস ও গাইডার অংশ নিয়েছেন। এতে দুর্যোগ মোকাবেল, বাল্য বিয়ে প্রতিরোধ, সোনার বাংলা বিনির্মাণে ভুমিকা রাখাসহ বঙ্গবন্ধুকে জানা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-২০