চাঁপাইনবাবগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্য রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন  এবং সম্প্রসারণ প্রকল্প’র আওতায় সোমবার চাঁপাইনবাবগঞ্জে পাটবীজ চাষীদের মাঝে বিনামূল্য রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে  রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করেন সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবঞ্জ ভারপ্রাপ্ত পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হক, শিবগঞ্জ উপজেলার উপ- সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাবারক হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ১শ’ ৬৫জন চাষীর মাঝে টিএসপি, পটাশ, ইউরিয়া,রাসায়নিক সার প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-২০