বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা যুবলীগের ব্যানারে শিবগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনাকষা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রনেতা কামরুল আহসান আপেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাবেক কৃষক নেতা জাহাঙ্গীর আলম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক বাদশা, দুলর্ভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের মশিদুল হক, আওয়ামী লীগ নেতা ইমানী আলী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম বাহাদুরসহ অন্যরা। 

অপরদিকে একই সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুর নেতৃত্বে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শিবগঞ্জ পৌরসভা মার্কেটের সামানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ সৌরভ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলীরাজ।
সমাবেশে, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার দেশদ্রোহী আখ্যা দিয়ে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-১২-২০


,