চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র উদ্যোগে ‘৩০ ডিসেম্বর গণতন্ত্র ও ভোটাধিকার হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল বারেক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মিম ফজলে আজিম ও সাবেক সাধারণ সম্পাদক আওয়াল আলী।
আলোচনা সভায় বক্তারা ৩০ ডিসেম্বর নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১২-২০
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র আলোচনা সভা