শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন, শিবগঞ্জের খড়কপুর গ্রামের রবু আলীর ছেলে মিজানুর রহমান (১৭) ও কয়লাবাড়ি গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে আব্দুর রহিম (৩০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন, বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহসড়কের শিবগঞ্জের মুসলিমপুরে খড়ি বোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি রাস্তার খাদে পরে গেলে ঘটনাস্থলে মারা যায় আব্দুর রহিম। এদিকে দুপুরে সোনামসজিদ মহাসড়কের ধোবপুকুর এলাকায় ইট বোঝাই ট্রলির সঙ্গে সোনামসজিদগামী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে মিজানুর রহমান মারা যায়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১২-২০