চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ৯৫ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৯৫ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শনিবার  অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজটি একযোগে বিজিবি’র ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় যা টেলি কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিজিবি’র রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মালিক, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ জন ২৪ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজের মাধ্যে সৈনিক জীবনের সুচনা করেন। অনুষ্ঠানে বিজিবি’র রিজিয়ন কম্ন্ডাার সেরা চৌকষ রিক্রুটসহ অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-২০