আদমশুমারিতে দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

২০২১ সালের আদমশুমারিতে দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একই অনুষ্ঠানে বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শ্যাম কিশোর দাস মহারাজ, সাজেমান হক মন্ডল, সংগঠনের সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর ও সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর, সহ-সাধারণ সম্পাদক অর্পিতা দাস, সাংবাদিক জাকির হোসেন পিংকু।
মানববন্ধনে বক্তরা, আগামী ২০২১ সালের আদমশুমারিতে দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য অন্তর্ভুক্তির দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-২০