আমনুরা সড়ক থেকে ২৫৭ বোতল চোলাইমদ ১জন আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড় হইতে আমনুরা বাজার গামী মালপুকুর গাইডহরা মোড়ের ২৫৭ বোতল চোলাই মদসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রান্তিকপাড়ার মৃত আসাদুল মিয়ার ছেলে সুরাত আলী (২৪)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল নয়াগোলা মোড় হইতে আমনুরা বাজার গামী মালপুকুর গাইডহরা মোড়ের অভিযান চালায়। অভিযানে ৪’শ মিলিলিটার ওজনের ২৫৭ বোতল (১০২.৮০০ লিটার) চোলাই মদনহ সুরাত আলীকে আটক করা হয়। এ সময় ১টি ব্যাটারী চালিত রিক্সা জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১১-২০