হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মনোসামাজিক ও রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মনোসামাজিক ও রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী ও সমাজ সেবা অফিসার (রেজি.) নূরুল ইসলাম, গুরু মাতা ববিতা ও শাহাজুল লিলি।।
১২ দিনের এই কোর্সে হিজড়া জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-২০