নাচোলে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে দেয়ে হলো গরু ও রিকশা ভ্যান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের অর্থায়নে ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্পের আওতায় উপজেলার ৪ জন ভিক্ষুককে ১টি করে গরু, ৪ জনকে ১টি করে ব্যাটারি চালিত রিকশা ভ্যান, ১ জনকে মুদি দোকানের জন্য মুদিপণ্য ও ১জনকে কাপড়ের দোকান করার জন্য কাপড় প্রদান করা হয়। সোমবার নাচোল উপজেলা পরিষদে চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
সেই সঙ্গে অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল, ১টি করে শাড়ি কাপড় ও দুপুরের খাবার প্যাকেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সমাজসেবা অফিসার আল গালিব, ওসি সেলিম রেজা, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১১-২০

,