চাঁপাইনবাবগঞ্জে মসজিদের অংশ না ভাঙ্গার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন জেলখানা মোড়ের সেন্ট্রাল জামে মসজিদের অংশ না ভেঙ্গে প্রস্তাবিত দাউদপুর লিংক রোডের নক্সা প্রণয়নের দাবিতে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সেন্ট্রাল জামে মসজিদের ব্যানারে আয়োজিত মানবন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সদস্য এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. সোলেমান বিশু, এ্যাড. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, মসজিদেও খতিব হুমায়ুন কবির।
সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রস্তাবিত ফায়ার সার্ভিস মোড় থেকে পুরাতন বাজার পর্যন্ত লিংক রোড় প্রকল্পের জন্য নক্সা প্রণয়ন শেষে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে দাউদপুর রোড অংশে সেন্ট্রাল জামের মসজিদের অংশ পড়ছে। বক্তারা বলেন, লিংক রোড নির্মাণের জন্য পুরোনো আমলের তৈরী সেন্ট্রাল জামের মসজিদের একাংশ ভাঙ্গা হলে পুরো মসজিদই ক্ষতিগ্রস্থ হবে। মিনারসহ গুরুত্বপুর্ণ অংশ ভাঙ্গা পড়বে। তারা মসজিদের অংশ বাদ দিয়ে নতুন নক্সা প্রণয়নের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১১-২০