চাঁপাইনবাবগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধানের জন্য পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও অভিজাত মার্কেগুলোতে জনসচেতনতায় মাইকিং চলছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হচ্ছে। বৃহস্পতিবার মাস্ক পরিধান না করে বাইরে ঘুরে বেড়ানোর কারণে ৮জনকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।  ৮ জনের মধ্যে ৪ জনকে ৫’শ টাকা করে, ১ জনকে ২’শ এবং ৩ জনকে ১’শ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা শহরের বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান ও চন্দন কর এই আদালত পরিচালনা করেন।
এছাড়া মাস্ক ছাড়া দোকানগুলোতে পণ্য ক্রয় করতে আসা ক্রেতাদের পণ্য না দিতে নির্দেশনা প্রদান করা হয় এবং ‘নো মাস্ক, নো সার্ভিস‘ লেখা সাইনবোর্ড টাঙানোর জন্য দোকান মালিকদের অবহিত করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ মাস্ক পরিধান করার জন্য জেলবাসীর প্রতি আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১১-২০