চাঁপাইনবাবগঞ্জে আটক হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জজশীপ ও জুলিসিয়াল ম্যাজিষ্ট্রেসীতে নিস্পত্তিকৃত মামলার আলামত হিসেবে থাকা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। তবে বিচারধীন মামলার নমূণা আলামত রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদীব আলী, চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মদক, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু কাহার, পুলিশের কোর্ট ইন্সপেক্টর শহিদুল্লাহ।
ধ্বংস করা মাদকদ্রব্যগুলোর মধ্যে ছিল, ইয়াবা ৩৫ হাজার ৪৯৫ পিস, ফেন্সিডিল ৮ হাজার ১৬৪ বোতল, হেরোইন ৮.৮২৭ কোজি, গাঁজা ১৭৫ কেজি ৯০৮ গ্রাম, চোলাই মদ ৬৮৩ লিটার, বাংলা মদ ৮৮৩ বোতল ও ৬৮ লিটার, বিদেশী মদ ৫ বোতল, ২৩৮ লিটার কালটার, মদ তৈরীর উপকরণ ১৩৭ লিটার, ভারতীয় বিড়ির মসলা ৬২ কেজি, বিড়ির পলিপ্যাক ৩৭কেজি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-২০