চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সকালে শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ্জ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ সরকারি কালেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোখলেসুর রহমান, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল ইসলাম।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে সমাজ ও জাতিগঠনে শিক্ষার্থীদের ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-২০