চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও কলাবাড়ি এলাকার কাইয়ুম রেজার ছেলে রনি আলী (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেল যোগে সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক (বগুড়া ট-০২-০১৮৮) মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর আহত হন রনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে রনি আলী মোবারকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছিলেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-১০-২০
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত