শিবগঞ্জে ২১ লাখ ৩০ হাজার জাল রুপিসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট-পুকুরিয়া এলাকা থেকে ২১ লাখ ৩০ হাজার জাল রুপিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার গোলাম নবীর ছেলে আব্দুল বাসিত (২৮)।
সোমবার ভোরে উপজেলার কানসাট-পুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ভোর সাড়ে চারটার দিকে পুকুরিয়া পেট্রোলপাম্পের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল বাসিতকে আটক করে এবং পরে তার কাছ থেকে ২১ লাখ ৩০ হাজার জাল রুপি পাওয়া যায়। তবে বাসিতের সঙ্গে থাকা তার এক সহযোগি একজন পালিয়ে যায়।
মাহবুব আলম খান আরো জানান, জাল রুপিগুলো বাসিত ঢাকা থেকে নিয়ে এসেছিলো। সেগুলো শিবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতো।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-২০

,