চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই পরিচিতির সভার আয়োজন করা হয়।
জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক রানাউল করিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো, আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন অন্তু, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব বরজাহান আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি তুষারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে আহবায়ক কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১০-২০
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পরিচিতি সভা