গোমস্তাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়ক এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, রহনপুর আড্ডা সড়কের মিশন মোড় নামক স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তবে ধারনা করা হচ্ছে সড়ক দূর্ঘটনার কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-২০