মনাকষায় মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে যাছাই-বাছাই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি। সোমবার মনাকষা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে কার্যক্রমে যান তিনি। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৫৮ থেকে ৬০ জন ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ করে দেয়া হবে। এরই অংশ হিসেবে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট তহশিলদার উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১০-২০