গোমস্তাপুর মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় ১০ জন মুক্তিযোদ্ধাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। শনিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে বোয়ালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বোয়ালিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সাবেক উপাধ্যক্ষ মোকবুল হোসেন। সংবাদ সম্মলনে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর ওই ইউনিয়নের জনৈক শরিফুল ইসলাম ১০ জন মুক্তিযোদ্ধাসহ ১২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে দায়ের করা এ মামলাটি জমিজমা সংক্রান্ত। মুক্তিযোদ্ধাদের দাবি, তাদের হয়রানি করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা কমান্ডার মোজাম্মেল হক, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনারদী, ইউনিয়ন কমান্ডার নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা বজলুল হক, বাহার আলী, মজিদুল হক দুলাল, বরজাহান আলী, বীরাঙ্গনা হাজেরা বেগম ও আরবী বেগমসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৩-১০-২০

,