শিংনগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শিংনগর বিওপি’র সীমান্ত পিলার নম্বর ১৭০ এর কাছে ভারতের রাঘববাটি এলাকায় অনুষ্ঠিত ‘সৌজন্য সাক্ষাত’ অনুষ্ঠানে বিজিবি’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া। বিএসএফ’র ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিজয় কুমার শিং। 


২ঘন্টাব্যাপি অনুষিষ্ঠ সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সীমান্তে মাদক ও বিষ্ফোরক প্রবেশ রোধসহ সীমান্তে অনাকাংখিত ঘটনা এড়াতে উদ্ভুত পরিস্থিতি শান্তিপুর্ণভাবে সমাধানে ঐক্যমত হন উভয় পক্ষ। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে চলমান সুসম্পর্ক আরো সদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১০-২০



,