৫ হাজার ফলদ ও বজন গাছের চারা বিতরণ করলেন সংসদ সদস্য হারুনুর রশিদ

সামাজিক বনায়ন কর্মসুচির অংশ হিসেবে সোমবার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ফলদ, ঔষধী ও বজন গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য হারুনুর রশিদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম। কর্মসুচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে জনসাধারণের মাঝে ৩ হাজার ফলদ, ঔষধী ও বজন বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে আরো ২ হাজার চারা বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৯-২০