বারঘরিয়ার আমবাগান থেকে মাদক সেবনের দায়ে ১১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকার একটি আমবাগান থেকে মাদক সেবনের দায়ে ১১জনকে আটক করেছে র‌্যাব। আটককৃরা হচ্ছে আলীনগরের খালেক হাসান (৩৮), হাবিবুল্লাহ@ বাবু রহমান (৩৮), শহরের শাহীবাগ এলাকার সাগর আলী (৩১), পিটিআইবস্তি এলাকার আবেদ আলী (৩২), সাইফুল ইসলাম (৩৩), চাঁদলাই জোড়বাগান বস্তি এলাকার সোহেল রানা (৩০), সদর উপজেলার বারঘরিয়া এলাকার শ্রী দীপক কুমার (২২), শ্রী বিপ্লব (২৪), শ্রী শ্যাম ভাস্কর (১৮), আব্দুল কাদের জিলানী (১৯), শ্রী রিদয় কুমার পাল (২১)।
শনিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বারঘরিয়ার একটি আম বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ার একটি আম বাগান অভিযান চালায়। এ সময় মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, অভিযানে ১০ গ্রাম গাঁজা, ২টি গ্যাস লাইট, ২টি সিজার, ১টি চাকু,১টি কলকী উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৯-২০