আতাহরে ধান মওজুদ রাখার দায়ে আরো এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা সড়কের আতাহর মোড়ে অবৈধভাবে ধান মওজুদ রাখার দায়ে শহিদ (২৮) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে এই দন্ডদেশ প্রদান করা হয়।
র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহর মোড় আমনুরা রোডে সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ রাজশাহীর একটি দল ও চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক উপস্থিতিত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ধান গুদামজাত করার অপরাধে মের্সাস সাব্বির রাইস মিলসের মালিক শহিদ (২৮) কে এক মামের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
পরে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৯-২০