চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জে শ্রীশ্রী রাধাষ্টমী ব্রতানুষ্ঠান প্রাসঙ্গিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চরজোতপ্রতাপ কর্মকারপাড়া শ্রী শ্রী দুর্গামাতা ঠাকুররাণী মন্দিরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সহ-সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রিেফসর ড. শংকর কুমার কুণ্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু,পূর্জা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শ্রী প্রনব কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দিলিপ কুমার রায়,মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি প্রকল্প পরিচালক শ্রী মিলন কুমার দাস, চরজোতপ্রতাপ কর্মকারপাড়া শ্রী শ্রী দুর্গামাতা ঠাকুররাণী মন্দিরের সভাপতি শ্রী বাসুদেব কুমার নন্দী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যনন্দ দাস।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-২০
চাঁপাইনবাবগঞ্জে শ্রীশ্রী রাধাষ্টমী ব্রতানুষ্ঠান প্রাসঙ্গিক আলোচনা সভা