নানীর বাড়ি বেড়াতে গিয়ে মহানন্দায় ডুবে মারা গেল শিশু ফয়সাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে ফয়সাল (৮) নামের এক শিশু মারা গেছে। ডুবে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর নদীতে ফয়সালের লাশ ভেসে উঠলে স্থানীয়া উদ্ধার করে।
মারা যাওয়া ফয়সাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বদিউর রহমানের ছেলে। সে তার নানার বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামে বেড়াতে গেছিল।
রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ম্যান রেজাউল করিম জানান, ফয়সাল শিবগঞ্জের পিতার বাড়ি থেকে রোববার তার নানার বাড়ি গোমস্তাপুর উপজেলার উদয়নগর গ্রামে বেড়াতে আসে। সোমবার দুপুরে নানা বাড়ি সংলগ্ন মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদল শিশুটি উদ্ধার কাজে অংশ গ্রহণ করে। অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে রাত ৮ টার দিকে ওইদিনেররমত উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করে। মঙ্গলবার দুপুরে তার লাশ মহানন্দা নদীর নয়াদিয়াড়ী ঘাটে ভেসে ওঠে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-২০

, ,