চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে মুখোমুখি দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিবদমান দূ গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকে নিয়ে কুরুচিপুর্ণ স্ট্যাটাস দেয়াকে ঘিরে সৃষ্ট উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটেছে বুধবার দুপুরে দু’ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ ঘটনাকে ঘিরে আওয়ামী লীগের দু’ গ্রুপ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম খান টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি কুরুচিপুর্ণ স্ট্যাটাস দেয়াকে উত্তেজনা সৃষ্টি হয়। এরই মাঝে করিবুল হক রাজিন গ্রুপের নাদিম সেলফোনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম খান টুটুলের আম্মাকে নিয়ে অশ্লিল কথা বললে সেই সেলফোনের কথা ভাইরাল হয়ে গেলে টুটুল সমর্থকরা নাদিমের বাড়িতে হামলা চালায়।
এঘটনার জের ধরে বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম খান টুটুলের ডাক বাংলো চত্বরে সাংবাদিক সম্মেলন ও কারিবুল হক রাজিনের মডেল স্কুলের সামনে মানববন্ধন কর্মসুচি আয়োজনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠে শিবগঞ্জ বাজার। উভয় গ্রুপের উত্তেজানার মাঝে আওয়ামী লীগের রাজিন গ্রুপের মানববন্ধন কর্মসুচি চলাকালে আওয়ামী লীগের অপর অংশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় উভয় গ্রুপ ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এঘটনাকে ঘিরে আতিকুল ইসলাম খান টুটুল ও কারিবুল হক রাজিন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন।
আতিকুল ইসলাম খান টুটুল ডাক বাংলোয় এবং কারিবুল হক রাজিন পিঠালিতলায় সাংবাদিক সম্মেলন করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ জানান, উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় কোন পক্ষ থানায় কোন অভিযোগ করেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-২০
ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে শিবগঞ্জে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া