চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নিম্ন আয়ের মানুষের পাশে বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন


চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বৈদ্যুতিক ভ্যান, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার মুজিব বর্ষ উপলক্ষে ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওতায় রহনপুর ৫৯ ব্যাটালিয়নের পক্ষে থেকে বৈদ্যুতিক ভ্যান, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়।
সকালে শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপেন্টন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ মাঠে আনুষ্ঠাকিভাবে তাদের হাতে ওইসব সামগ্রী তুলে দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, শিবগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) আরিফা সুলতানা।
অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে একজনকে একটি বৈদ্যুতিক ভ্যান দেয়া হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে দুই পরিবারকে দুটি সেলাই মেশিন ও আরো দুই পরিবারকে দুটি করে চারটি ছাগল দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৮-২০

,