চাঁপাইনবাবগঞ্জে একযোগে চালু হলো বিট পুলিশিং

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার একযোগে চালু হয়েছে বিট পুলিশিং-এর কার্যালয়। 
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একযোগে চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলার ৪৫টি ইউনিয়নে বিট পুলিশিং এর কার্যালয়ের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়গুলোর উদ্বোধন করেন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন আলী, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, তৃণমূল পর্যায়ে পুলিশী সেবা পৌছে দেয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হলো। এরফলে প্রত্যান্ত এলাকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, বালবিয়ে প্রতিরোধ, জঙ্গিবাদ, ইভিটিজিং প্রতিরোধ সহায়ক হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৮-২০