নাচোলে বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওয়াপাড়া গ্রামের বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করার সময় আনারুল ইসলাম আনু (৪০) নামে একজনকে আটক করে র‌্যাব। আনারুল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
এ সময় ২০ গ্রাম গাঁজা ও ১২ কেজি ওজনের ৫টি গাঁজার গাছ জব্দ করা হয়।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আনারুল বসতবাড়ির আঙিনায় বিশেষ কায়দায় গাঁজা চাষ করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িড়ে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজা ও ৫টি গাঁজার গাছসহ আনারুল ইসলাম আনুকে আটক করা হয়।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-২০



,