বাংলাদেশ ব্যাংক ও কলেজের নিজস্ব অর্থায়নে নির্মাণ হচ্ছে সোনাইচন্ডি কলেজের নতুন ভবন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী কারিগরি কলেজে নির্মাণ হচ্ছে নতুন ভবন। মঙ্গলবার সকালে ৩ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন স্থাপন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ সময় কারিগরি কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিন কক্ষ বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হবে ২৬ লাখ ৮৯ হাজার ৪৬৭ টাকা। এর মধ্যে ২০ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ব্যয় করা হবে। বাকি টাকা ব্যয় হবে কলেজের নিজস্ব তহবিল থেকে বলে কলেজ সূত্র জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-২০
তিন কক্ষ বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হবে ২৬ লাখ ৮৯ হাজার ৪৬৭ টাকা। এর মধ্যে ২০ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ব্যয় করা হবে। বাকি টাকা ব্যয় হবে কলেজের নিজস্ব তহবিল থেকে বলে কলেজ সূত্র জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-২০