চাঁপাইনবাবগঞ্জে পিসিআর ল্যাবের দাবিতে যুবলীগের মানববন্ধন
![]() |
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে যুবলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফ উদ দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক প্রমুখ।
সমাবেশে বক্তারা চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে ২ জন মারা যাওয়াসহ সাম্প্রতিক সময় বহু মানুষ করোনা শনাক্ত হয়েছে উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জে আরটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-২০