শিবগঞ্জে ৯শ’ ৬৫ পিস ইয়বাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রাম থেকে বুধবার দুুপুরে ৯শ’ ৬৫ পিস ইয়বাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সালেক (২৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম (২৩) ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এবং স্কোয়াট কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে¡ র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাবুপুর গ্রামের হুমায়ন বাঁধের ওপর ছোট নিমগাছের নিচে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৯শ’ ৬৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৬-২০

,