নিখোঁজের ২৩ দিন পর নাচোল থেকে উদ্ধার হলো বরিশালের এক শিক্ষার্থী

বরিশাল থেকে নিখোঁজ হওয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উদ্ধার করেছে র‌্যাব। নিখোঁজের ২৩ দিন পর সোমবার সন্ধ্যায় নাচোল উপজেলার রাজবাড়ী হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, বরিশালের বানারিপাড়া এলাকার ১৭ বছর বয়স্কা ওই মাদ্রাসা শিক্ষাথী গত ৬ জুন নিখোঁজ হন। এরপর ২৬ জুন বানারিপাড়া থানায় একটি সাধারণ ডায়ারি করা হয়। থানার ওই ডায়রির সূত্র ধরে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার অভিযানে নামে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাবের আভিযানিক দল নাচোলের রাজবাড়িহাট এলাকা থেকে তাকে উদ্ধার করে।
ওই শিক্ষার্থীর বরাত দিয়ে র‌্যাব জানায়, মাসুদ রানা নামের এক ব্যক্তি তাকে (শিক্ষার্থীকে) এরআগে ঢাকা ও অন্যান্য স্থানে আটকে রাখে।
উদ্ধার করা শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তরের পরিক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৬-২০


,