চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল শিক্ষক, সংগঠক আনোয়ারুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি কলেজ শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মারা গেছেন। রবিবার রাত ১১ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারুল ইসলামের ভাই খাইরুল ইসলাম বাবু’র ফেসবুক ওয়ালে দেয়া মৃত্যু সংবাদে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর চৌহদিটোলা গ্রামের নিজ বাসভবনে রাত ১১ টায় আনোয়ারুল ইসলাম মারা গেছেন।
আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনী সমস্যা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। রবিবারও তিনি কিডনী ডায়ালেসিস করে এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রগতিশীল চিন্তার মানুষ আনোয়ারুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি সুসংগঠকও ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক কর্মচারীদের কল্যাণে তিনি নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করেছেন।
তিনি বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রæতি’র উপদেষ্টার দায়িত্ব পালন করেন দীর্ঘসময়।
তাঁর মৃত্যুর সংবাদের চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক সমাজসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম পরিবার অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৬-২০

,