উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিয়োগে বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিয়োগে বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুজিব চত্বরে বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত মেধাবী শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পদ বঞ্চিত কামরুজ্জামান, শাখাওয়াত হোসেন, আব্দুল অহাব, তৌহিদুল ইসলাম।
বক্তারা বলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করা হয়েছে। বৈষম্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নিয়োগ পায়নি। তারা বলেন, জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কোটা হিসেবে নিয়োগ পাওয়ার কথা ৩৩ জন সেখানে পেয়েছেন ৫২ জন একইভাবে রংপুর জেলায় জেলা কোটায় ৩৪ জন নিয়োগ পাওয়ার কথা থাকলেও সেখানে পয়েছেন মাত্র দু’জন। বক্তারা  জেলা থেকে উর্ত্তিণদের মেধাক্রমে পুনরায় নিয়োগের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-২০