নিউমার্কেটসহ চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রশাসনের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পরে বাইরে চলাচল করা, সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ১৭ হাজার ৪'শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে পৌর এলাকার নিউমার্কেট, শহীদ শাটু হল মার্কেটসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রামম্যাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন।
অভিযানে শহীদ শাটুহল মার্কেটের এক গার্মেন্টস দোকান মালিককে ৫ হাজার টাকা, দুটি ঘড়ি দোকান মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা, একটি চশমার দোকান মালিককে ২ হাজার টাকা এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ২ জনকে ১০০ করে ২০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৭ হাজার ৪'শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ ছাড়াও যানজট নিরসনে মার্কেটের প্রবেশের প্রধান সড়কগুলোতে নোপার্কিং এ গাড়ি পার্কিং করায় যানবাহন উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৫-২০
শনিবার সকালে পৌর এলাকার নিউমার্কেট, শহীদ শাটু হল মার্কেটসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রামম্যাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন।
অভিযানে শহীদ শাটুহল মার্কেটের এক গার্মেন্টস দোকান মালিককে ৫ হাজার টাকা, দুটি ঘড়ি দোকান মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা, একটি চশমার দোকান মালিককে ২ হাজার টাকা এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ২ জনকে ১০০ করে ২০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৭ হাজার ৪'শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ ছাড়াও যানজট নিরসনে মার্কেটের প্রবেশের প্রধান সড়কগুলোতে নোপার্কিং এ গাড়ি পার্কিং করায় যানবাহন উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৫-২০