গোমস্তাপুরের পূণর্ভবা নদীতে ডুবে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নাদেরাবাদ এলাকায় পূণর্ভবা নদীতে ডুবে ফারফান লাব্বি নামের ১৪ বছর বয়স্ক এক শিক্ষার্থী মারা গেছে। ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উদ্ধার করেছে রাজশাহী থেকে আসা দমকল বাহিনীর ডুবুরীরা।
লাবিব ঢাকার সেনানিবাস এলাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ'র ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির ছাত্র ও গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের শুল্ক কর্মকর্তা মইনুল ইসলামের ছেলে।   
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, লাব্বি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নদী তীরের এক আত্মীয়ের বাড়ি ঈদের নিমন্ত্রণে গিয়েছিল। দুপুরে বড় ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে)ছাত্র ফারহান উৎস'র (১৯) সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে সে ডুবে যায়। একই ডুবতে বসেছিল বড় ভাইও। তবে উৎসকে উদ্ধার করা গেলেও লাবিব তলিয়ে যায়।
দীর্ঘ চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৫-২০

,