বিলবৈলঠায় কোল ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর ১২০টি পরিবার পেল ত্রাণ সামগ্রী
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামের কোল ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর ১২০টি পরিবার পেল ত্রাণ সামগ্রী। রবিবার জেলার সদর উপজেলার বিলবৈলঠা আদিবাসী বে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন তাবিথা ফাউন্ডেশন ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করে।
সদর উপজেলার বিলবৈলঠা, বৈলঠা, চাতরা, ফিল্টিপাড়া ও গুচ্ছগ্রামে বসবারত ১২০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল ও ১টি সাবান দেয়া হয়।
তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেন আনুষ্ঠানিকভাবে সামাজিক দূরত্ব মেনে কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে অন্য সকলের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শ্যামসন সরেন, প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সুবান কিস্কু, রাজেন সরেন, রবীন্দ্রনাথ হেমব্রমসহ স্থানীয় ক্ষুদ্র কোল ণৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৫-২০
সদর উপজেলার বিলবৈলঠা, বৈলঠা, চাতরা, ফিল্টিপাড়া ও গুচ্ছগ্রামে বসবারত ১২০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল ও ১টি সাবান দেয়া হয়।
তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেন আনুষ্ঠানিকভাবে সামাজিক দূরত্ব মেনে কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে অন্য সকলের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শ্যামসন সরেন, প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সুবান কিস্কু, রাজেন সরেন, রবীন্দ্রনাথ হেমব্রমসহ স্থানীয় ক্ষুদ্র কোল ণৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৫-২০