বাংলাদেশে ঈদুল ফিতর কবে জানা যাবে শনিবার ॥ সৌদি আরবে ঈদ রবিবার

১৪৪১ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভার মাধ্যমেই জানা যাবে পবিত্র ঈদুল ফিতর আগামী রোববার নাকি পরদিন সোমবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে তা নির্ধারণের জন্য শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এদিকে, সৌদি আরবের আকাশে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার। সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের কাউন্সিল এ ঘোষণা দেয়।
তারা জানায়, সৌদি আরবের আকাশে কোনো চাঁদ দেখা যায়নি। এবার ৩০ রোজা রাখতে হবে। আর ঈদ হবে ২৪ মে, অর্থাৎ রবিবার।  মাস হবে ৩০ দিনের।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৫-২০