সোনালী ফসল পাট চাষে উৎসাহ যোগাতে এবার জেলায় ১৮ শ চাষীকে দেয়া হচ্ছে বিনামূল্যে সার

দেশের সোনালী ফসল পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবারও পাট চাষীদের পাশে দাঁড়িয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জে পাট চাষীদের উৎসাহ যোগাতে দেয়া হচ্ছে বিনামূলে সার।
বুধবার সকালে বিনামূলে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, রাজশাহী পাট উন্নয়ন কার্যালয়ের মূখ্য পরিদর্শক মো. নাদিম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়ুয়া, সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হক, জেলা পাট চাষি সমিতির সভাপতি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, এবছর চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ৮ শ চাষীকে বিনামূল্যে সার বিতরণ করা হবে।
উন্নত প্রযুক্তি নির্ভর পাট এবং পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রত্যেক পাট চাষিকে ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি প্রদান করা হবে। এরমধ্যে সদর উপজেলার ১ হাজার ও শিবগঞ্জ উপজেলার ৮ শ জন পাট চাষি এই সুবিধা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৫-২০