দুরন্ত’৯৫ দিলো ৩’শ কর্মহীন মানুষকে ত্রাণসামগ্রী

‘মন, মনন ও মানিবকতায় আমরা’ শ্লোগানে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দূরন্ত-৯৫’ দিলো করোনা পরিস্থিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে এসব বিতরণ করেন ‘দূরন্ত-৯৫’ এর চীফ এ্যাডমিন এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা।
এ সময় উপস্থিত ছিলেন ‘দূরন্ত-৯৫’ এর এ্যাডমীন সদস্য ডা. আকতারুল আলম পলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার, সমাজ সেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক সিরাজুম মুনির আফতাবী, আমিনুল জনি ও দূরন্ত-৯৫ সদস্য রায়হান আলী, আবু তালেব, বেনাউল ইসলাম, খাইরুল বাসার পলাশ ও তৌহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, পলাশ, জেসমিন সোহানা, সালেহা পারভীন, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, মোকসেদুল মোমিন, পিপুল, মঈনুল ইসলাম, মাইনুল ইসলাম মাস্টার।
এ সময় এলাকার ৩০০ জনকে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পেঁয়াজ, ১ কেজি আটা, ১টি সেমাই বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘দূরন্ত-৯৫’ এর ১২৫জন সদস্যের যৌথ ব্যবস্থাপনায় এসব অসহায়, কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রীগুলো তুলে দেয়া হয়। গত ১৭ এপ্রিল একই স্থানে ‘দূরন্ত-৯৫’ এর উদ্যোগে করোনা ভাইরাস সতর্কতায় এলাকার ১২৫ জন অসহায়, কর্মহীন মানুষের হাতে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পেঁয়াজ, ১টি সাবান দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৫-২০