নাচোলে জমি নিয়ে দু’ পক্ষের সংর্ঘষে ৮ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এদেরমধ্যে ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
শুক্রবার সকালে নাচোলের সূর্য্যপুর গ্রামে জমিতে আমগাছ লাগানোকে কেন্দ্র করে ওই গ্রামের একরামুল হক ও আব্বাস আলী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।  
প্রত্যক্ষদর্শীরা জানায়, একরামুল হক তার লোকদের নিয়ে বিরোধপুর্ণ জমিতে আমগাছ লাগাতে যায়। এসময় আব্বাস আলী পক্ষ বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এ পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন ৮ জন। আহতদের প্রথমে নাচোল হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে ৫জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ বিষয়ে  উভয় পক্ষ এজাহার দাখিল করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-২০

,