নাচোলে বিএনপি দলীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতে নিম্ন আয়ের মানুষদের সহায়তা করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সংসদ সদস্য আমিনুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নাচোল পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে ও পৌরসভা সংলগ্ন মোড়ে কর্মহীন অটোরিকশা ও ভ্যানচালকের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ চাল বিতরণ করেন।
করোনাকালে প্রায় কর্মহীন ২শ’ ৬৯ জন অটোরিকশা ও ২শ’ ৪৯ জন ভ্যান চালককে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সেক্রেটারী দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আজিম উদ্দিন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৫-২০

,