চাঁপাইনবাবগঞ্জ শহরে সন্ধ্যায় ঘরের বাইরে পেলেই আটক করছে পুলিশ

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ কঠোর অবস্থান নিয়ে মাঠে কাজ করছেন। সন্ধ্যার পর বাইরে থাকা যাবেনা এমন নির্দেশনার পর সদর থানা পুলিশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে অভিযান পরিচালনা করছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, করোনার মত ভয়াবহ ভাইরাসের হাত থেকে জনগনকে বাঁচাতে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। শনিবার থেকে সন্ধ্যায় মানুষের ঘরের বাইরে বের হওয়া রোধ করতে পুলিশ অভিযান চালাচ্ছে। সন্ধ্যা ৬টার পর সড়কে ও ওলিগলিতে যাদের পাওয়া যাচ্ছে তাদের আটক হচ্ছে। এই অভিযানে ২ দিনে ১ শ’র বেশি জনকে আটক করা হয়েছে। এরমধ্যে শনিবার ছিল ৫৬ জন। রবিবার আটক হয় প্রায় ৫০ জন।
তিনি জানান, আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের যথাযথ অভিভাবককে ডেকে নিয়ে সতর্ক করা ও মুচলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হচ্ছে।
আটক ব্যক্তি দ্বিতীয়বার আটক হলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা বলে তিনি উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-২০