ওরা পারলে, আমরা নয় কেন?

বিশ্ব মহামারি হিসেবে রূপ নেয়া করোনা ভাইরাসের কারণে চরম বিপর্যয়ের মুখে মানুষ। এখন পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণায় করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে প্রথম পদক্ষেপ হিসেবে বলা হচ্ছে মানুষ থেকে মানুষের নিরাপদ দূরত্বে অবস্থান করা। এক আক্রান্ত মানুষ থেকে অসংখ্য মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।
ভাইরাসটি উৎপত্তির পর গবেষণার ভিত্তিতে গুরুত্ব দেয়া হয় মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার উপর। এজন্য বিশ্বের সিংহভাগ দেশকেই যেতে হয়েছে 'লকডাউন' কর্মসূচিতে। দেশে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসূচি। বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগনের অংশ গ্রহণের চিত্র সুখকর হলেও বাংলাদেশের চিত্র ভিন্ন।  করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি নিয়ে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষ বিচরণ করছেন সামাজিক দূরত্ব বজায় রাখার আহবানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।
পার্শ্ববর্তী দেশ ভারতের দক্ষিণাঞ্চলে মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করার চিত্র দেখে ক্ষুব্ধ সচেতন মানুষ প্রশ্ন তুলেছেন ' ওরা পারলে, আমরা নয় কেন?'
প্রতিবেদনে ব্যবহার করা ছবিগুলো নেয়া কালের কণ্ঠের বগুড়াস্থ নিজস্ব প্রতিবেদক লেমন বাসারের ওয়াল থেকে।











চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬-০৪-২০